হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ডিসেম্বর ১৩, ২০১৯, ০৬:৪০ পিএম

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে দেশীয় অস্ত্রসহ  ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে থানায় ১৩ ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা হয়েছে। তাদের নামে হবিগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের শাহ বায়েজিদ (রাঃ) এর মাজার সংলগ্ন খাল পাড় হইতে  একটি অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশে লাখাই থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করে।

এ সময় ডাকাতের সাথে দস্তাদস্তিতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলো-  এএসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) মোঃ তোহা, এএসআই (নিঃ) জ্যোতিষ তালুকদার। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর গ্রামের শাহ আলম (৪৫) একই গ্রামের মোঃ জুয়েল মিয়া (৩৫) এবং দরিয়ারপুর গ্রামের জালাল মিয়া (২৮)। এ সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে পাইপ গান ও রামদাসহ একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, থানা পুলিশের আগাম সতর্কতার মুখে একটি বড় ধরণের ডাকাতি প্রতিহত করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালতে মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।

আগামী নিউজ/আরএম