লামায় ১ দিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু

সুজন ভট্টাচার্য্য, জেলা প্রতিনিধি) নভেম্বর ২৯, ২০২০, ০২:৫৪ পিএম
ফাইল ছবি

বান্দরবানঃ জেলার লামা উপজেলায় মাতামুহুরী নদীতে ডুবে (২৮ নভেম্বর) শনিবার এক শিশুর মৃত্যুর পর আবার (২৯ নভেম্বর) রবিবার খেলার ছলে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার লামা ২নং সদর ইউনিয়নের

দুর্গম পাহাড়ি মেউলারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস মেউলারচর গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর মেয়ে।

সূত্র জানায়, শিশু জান্নাতুল ফেরদৌস রবিবার সকাল ১০টার দিকে খেলারচ্ছলে বাড়ীর পাশের জনৈক তাজুল ইসলামের পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে জান্নাতুল ফেরদৌসের মৃত দেহ উদ্ধার করেন স্থানীয়রা।

উল্লেখ্য, এর আগেরদিন দুুপুরে মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে পুজা কর্মকার নামের ১০ বছর বয়সী এক শিশু গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে ৭ঘন্টা পর ঘটনাস্থল থেকে পুজা কর্মকারের মৃতদেহ উদ্ধার করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ঘটনাটি খুব দু:খ জনক।

আগামীনিউজ/এএইচ