বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ১৭ জনকে জরিমানা

অনিক সিকদার নভেম্বর ২৪, ২০২০, ০৭:৫০ পিএম
ছবি: আগামী নিউজ

রাজবাড়ীঃ দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে করোনা নিয়ন্ত্রণ সপ্তাহের ৪র্থ দিনে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে ১৭জনকে ২ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনায় করোনা নিয়ন্ত্রণ সপ্তাহের ৪র্থ দিনে স্বাস্থ্যবিধি না মেনে এবং মাস্ক না পরে চলাফেরা করায়  পথচারী,ব্যবসায়ীসহ ১৭ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮এর ২৪ (২) ধারায় ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা।

এসময় জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক বিতরণ, বিভিন্ন অটোগাড়ীতে মাস্ক পরিধান বিষয়ে সতর্কীকরণ স্টিকার লাগিয়ে দেয়া হয়। এছাড়াও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সময় মাস্ক পরিধানের বিষয়ে বিশেষভাবে সতর্ক ও মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করতে অনুরোধ করা হয়। বালিয়াকান্দি থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

আগামীনিউজ/এএস