মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২০, ০৫:৫৭ পিএম
ছবি: আগামী নিউজ

মাগুরাঃ জেলার শ্রীপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর সদরের নতুন বাজার এলাকায় এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের মাগুরার নির্বাহী প্রকৌশলী শাকিউল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন কবীর, ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্য মসিয়ার রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন,‘শুধু মাগুরাতে নয় দেশের সব জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ মডেল মসজিদ আমাদের ইসলামের ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করবে।’

প্রসঙ্গত, প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পের ভৌত সুবিধার মধ্যে থাকছে- ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করানোর স্থান, সভাকক্ষ, অফিস কক্ষ, ইসলামিক চর্চা কেন্দ্র, গেস্ট রুম, মহিলা ও পুরুষ নামাজের পৃথক স্থান, মক্তব, ইমাম ও মুয়াজ্জিনের থাকার স্থান, গাড়ি পার্কিং, মহিলা ও পুরুষ পৃথক ওজুখাানা, লাইব্রেরিসহ অন্যান্য সুবিধা থাকবে।

আগামীনিউজ/এএস