নোয়াখালীর

পুলিশ ভয়ে পালাতে গিয়ে আসামির মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, জেলা প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২০, ১০:২৫ পিএম
আগামীনিউজ

নোয়াখালীঃ জেলার সেনবাগে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মো. কবির হোসেন (৫০) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।

সে উপজেলার বসন্তপুর গ্রামের মোকলেসুর রহমানের ছেলে এবং বসন্তপুর বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ বসন্তপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  কবিরের বিরুদ্ধে মারামারির ঘটনায় ২০১৪ সালের একটি মামলা ছিল।

গতকাল রবিবার রাত ১২টার দিকে সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ বসন্তপুর বাজারে গিয়ে কবিরের চায়ের দোকানের সামনে তাকে খোঁজ করে। এসময় কবির নিজেকে ছদ্মনামে পরিচয় দেয়। এক পর্যায়ে ওই বাজারের নৈশ প্রহরী জলিলের দেওয়া তথ্যমতে পুলিশ কবিরের বাড়ীতে যায়। ওই সময় কবির একটি সুপারী বাগানে পালিয়ে আশ্রয় নেয়। সোমবার সকালে স্থানীয়রা ওই সুপারী বাগানে কবিরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা বলছে, কবির এর আগেও স্ট্রোক করেছিল। ধারণা করা হচ্ছে রাতে ওই বাগানে পুনঃরায় স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, কবিরের বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট ছিল।  ওয়ারেন্টের সূত্র ধরে পুলিশ তাকে ধরতে যায়। তাকে না পেয়ে পুলিশ চলে আসে। পরে খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে একটি সুপারী বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।  ধারণা করা হচ্ছে ভয়ে স্টোকে তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগামীনিউজ/মিথুন