নারায়ণগঞ্জের রূপগঞ্জে

স্টিল মিলে ভাট্টিতে বিস্ফোরণ- ২ শ্রমিকের মৃত্যু; আহত ৪

রফিকুল ইসলাম রফিক, জেলা প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২০, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জঃ জেলার রূপগঞ্জে একটি স্টিল মিলে ভাট্টিতে বিস্ফোরণে ঘটনায় এ পর্যন্ত ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত ৪ শ্রমিক শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রোলিং মিলে এ বিস্ফোরণে ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শুক্রবার ভোর রাতে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রোলিং মিলে ভাট্রি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গলিত লোহা ছিটকে কয়েকজনের শরীরে পড়ে দগ্ধ হয়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৩৩)। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফাহিমের। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন  আবু সিদ্দিক,  রাজু মিয়া, শাকিল ও রফিক।

আগামীনিউজ/মিথুন