সাতক্ষীরায় নকল প্রসাধনী গুদামে অভিযান

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২৩, ২০২০, ১১:৫৭ পিএম
ছবি; সংগৃহীত

সাতক্ষীরাঃ জেলায় নকল প্রসাধনী গুদামে অভিযান, গুদাম মালিককে ছয় মাসের কারাদন্ড।

গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের যৌথ অভিযানে ৮লাখ টাকার বিভিন্ন প্রকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। এ সময় গোডাউনের মালিক আলমগীর স্টোরস এর স্বত্তাধিকারী আলমগীর হোসেনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে এই অভিযান পরিচালিত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর আমিনের উপস্থিতিতে অভিযানে অংশ নেন র‌্যাব-৬ খুলনার সাতক্ষীরা অফিসের দায়িত্বে থাকা সহকারি পুলিশ সুপার বজলুর রশিদ ও এনএসআই এর উপ-পরিচালক জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

জব্দকৃত কসমেটিক্স সামুগ্রীর মধ্যে রয়েছে নকল প্যারাসুট তেল, জনসন সপ, বিভিন্ন উন্নত কোম্পানির অন্যান্য তৈল। যা ৬২ প্রকারের উন্নত কোম্পানির ৪ হাজার ৫৬টি নকল প্রসাধনী। জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানান এসব নকল পন্য বিনষ্ট করে দেয়া হবে। 

উল্লেখ্য, ঢাকার চকবাজার এলাকা থেকে দেশী বিদেশী নামদামী বিভিন্ন নিন্মমুল্যের কসমেটিক্স সামুগ্রী ও  লেবেল কিনে এনে গায়ে লাগিয়ে বিক্রির নামে দীর্ঘদিন ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল কথিত এই ব্যবসায়ী।

আগামীনিউজ/আশা