বালিয়াকান্দিতে সীমিত পরিসরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২০, ০৫:৪৯ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে জন্মাষ্টমী পালন করা হয়। সকাল থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখেই মন্দিরে পুজার  আয়োজন করা হয়।

অপরদিকে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের ইলিশকোল রায়পুর মহাশ্মশান প্রাঙ্গণে এই জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপন করা হয়।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ওসি তদন্ত তৌফিক এলাহী, বিধান কুমার দাস, বিনয় চক্রবর্তী, প্রমুখ।
 
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
 
আগামীনিউজ/এএস