নাসিকের কাউন্সিলর বিন্নি স্বপরিবারে করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি জুলাই ৫, ২০২০, ০৮:৪৯ এএম
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নারী আসনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমে শনিবার (৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর বিন্নি জানান, তিনি ও তার দুই সন্তান করোনায় আক্রান্ত। তারা এখন বাড়িতে আইসোলেটেড রয়েছেন। 

শারমিন হাবিব বিন্নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “হাসবুনিল্লাহি ওয়া নিমাল ওয়াকিল “আলহামদুলিললাহ
মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমি ও আমার আদরের ২ সন্তান কোভিড-১৯ পজিটিভ হয়েছি। যেহেতু আল্লাহর ইচ্ছাতেই সব হয়েছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের ভালোবাসায় দোয়ায় করোনা যুদ্ধে জয়ী হয়ে মানবতার সেবায় আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। যতদিন ও যতক্ষণ বেঁচে থাকব, আপনাদের পাশে থেকে সেবা করে যাব। আমি ও আমার পরিবার সম্পূর্ণ সুস্থ আছি এবং বাড়িতেই আইসোলেটেড আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাবধানে থাকবেন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
আগামীনিউজ/রফিক/জেএফএস