ভারতীয় খাসিয়ার গুলিতে লাশ হলো বাংলাদেশি যুবক

নিউজ ডেস্ক জুলাই ২, ২০২০, ০৯:১১ পিএম
সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় গরু চরাতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে লাশ হয়ে ফিরলেন সিরাজ উদ্দিন (৪২) নামে এক বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (০২ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের দমদমা গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে।

নিহত সিরাজ উদ্দিনের ভগ্নিপতি গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য হারুন অর রশীদ বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় গরু চরাতে যান সিরাজ উদ্দিন। হঠাৎ একটি গরু ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গরুটি নিয়ে আসতে ভারত সীমান্তে সিরাজ প্রবেশ করেন। এ সময় এক খাসিয়া তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই সিরাজ উদ্দিন নিহত হন।

রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলি করে বাংলাদেশিকে হত্যার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশের ওসি মো. আব্দুল আহাদ বলেন, বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগামীনিউজ/জেএফএস