কুমিল্লা মেডিকেলে করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক জুন ২৯, ২০২০, ০৬:৪৬ পিএম
প্রতীকী ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে তিন নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সোমবার (২৯ জুন) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী এবং চারজন পুরুষ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম সেলিমুল ইসলাম ভূঁইয়া। তিনি বরুড়া উপজেলার আবদুল মমিন ভূঁইয়ার ছেলে।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন জেলার চান্দিনার রাফেজা বেগম (৬৫), এই উপজেলার আতিক রাজি (৬৭), বরুড়া উপজেলার তোফাজ্জল হোসেন (৫০), আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বিলকিস বেগম (৪৫), দুর্গাপুর এলাকার মমতাজ বেগম (৫৫) এবং উজিরপুর এলাকার আবু তাহের।

আগামীনিউজ/জেএফএস