ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জুন ৬, ২০২০, ০৩:১৯ পিএম
ছবি সংগৃহীত

ব্রাহ্মণাবড়িয়া: জেলার দুই উপজেলায় টর্নেডোর আঘাতে কয়েকটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিদ্যুতিক খুটি ভেঙে পরেছে। 

শনিবার (৬ জুন) সকাল সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সরাইল ও নাসিরনগর উপজেলায় টর্নেডো আঘাত হানে। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, সকালে হঠাৎ করে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনিবড্ডা, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া, বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই টর্নেডোর ফলে গ্রামগুলোর অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক ঘরের চালাও উড়ে গেছে।

সেই সাথে নাসিরনগর উপজেলায় টর্নেডো আঘাতে গাছের ঢাল ভেঙে ১০ ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। টর্নেডোর পর থেকে সম্পূর্ণ উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।  

আগামীনিউজ/মিজান