রাঙ্গামাটিতে একদিনে ১৭ জনের করোনা পজিটিভ

রাঙ্গামাটি প্রতিনিধি মে ২০, ২০২০, ১০:০৬ এএম

রাঙ্গামাটিতে একদিনে আরও ১৭ জনের শরীরে  করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ্যে শহরের চক্রপাড়ার একজন, রাজবাড়ির একজন, মানিকছড়ির একজন, দেওয়ানপাড়ার একজন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের দুইজন, উত্তর কালিন্দীপুরের দুইজন, রাঙ্গাপানির একজন, মাঝের বস্তির একজন, ম্যাজিস্ট্রেট কলোনির একজন, রায় বাহাদুর সড়কের তিনজন, কল্যাণপুরের একজন এবং তবলছড়ির ওমদামিয়া হিলের একজন। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।

এ নিয়ে রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। গত ৬ মে চারজন প্রথমবারের মতো করোনা শনাক্ত হয় জেলায়। পরে তাদের দ্বিতীয় ও তৃতীয় রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

এছাড়া ১২ মে একজন, ১৩ মে নয়জন, ১৪ মে ১১ জন, ১৬ মে একজন নার্স, ১৭-১৮ মে কারও পজিটিভ রিপোর্ট আসেনি। সর্বশেষ ১৯ মে মধ্যরাতে ১৭ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এলো।

আগামীনিউজ/তামিম