সামাজিক দূরত্ব নেই কাঁচাবাজারে

চট্টগ্রাম প্রতিনিধি এপ্রিল ৯, ২০২০, ০২:০৫ পিএম

করোনার প্রকোপ রোধে সামাজিক দূরুত্ব নিশ্চিতের জোরদার করা হলেও এর ধারেকাছে নেই বাজারের ক্রেতারা। জটলা বেঁধে মাছ-সবজি কিনছেন শত মানুষ। এমন দৃশ্য নগরের চকবাজার, বহদ্দারহাট কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে নগরের চকবাজারে সরেজমিনে দেখা গেছে, বাজারে আছেন শতাধিক মাছ ও সবজি ব্যবসায়ী। রয়েছেন মুদি ও ফল ব্যবসায়ীও। কোথাও কম, কোথাও বেশি। প্রতিটি দোকান ঘিরে মানুষের ভিড়। এমনকি বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতারা পড়েননি মাস্ক।

সবজি ব্যবসায়ী আবুল কালাম বলেন, ব্যবসা করতে না পারলে খাবো কি? অনেকদিন-তো বাসায় ছিলাম। কয়েকদিন ধরে সবজি বিক্রি করছি।

বড়মিয়া মসজিদের বাসিন্দা মো. নুরুন নবি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। তবে মানুষ বেশি হওয়ায় বাধ্য হয়ে কাছাকাছি গিয়ে বাজার করতে হচ্ছে।

তিনি বলেন, প্রশাসনের হস্তক্ষেপ থাকলে ভালো হতো। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার বা পথচলার ব্যবস্থা করে দিলে করোনার ঝুঁকি কমতো।

 

আগামীনিউজ/ তামিম