নরসিংদীতে হাসপাতালের মালি করোনায় আক্রান্ত

নরসিংদী প্রতিনিধি এপ্রিল ৮, ২০২০, ০৮:৫৫ পিএম

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের এক মালি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে তার পরীক্ষা-নিরীক্ষা শেষে এ তথ্য জানান জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান। ওই মালির বাড়ি রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জেলা হাসপাতালের ওই মালি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার (৭ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কতৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার বিকেলে ওই মালির করোনা পজিটিভ দেয় আইইডিসিআর। এ নিয়ে নরসিংদীতে মোট তিনজন করোনা রোগী শনাক্ত হলো।


এদিকে শাহপুর গ্রামসহ আশেপাশের পাঁচটি গ্রাম, ডৌকারচরের একটি গ্রাম এবং পলাশের ইসলামপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

আগামীনিউজ/তামিম