নরসিংদীতে দেয়াল ধসে পড়ে কিশোরীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি এপ্রিল ৩, ২০২০, ০৫:৩৪ পিএম

নরসিংদী শহরে কালবৈশাখী ঝড়ে বসতঘরের দেয়াল ধসে পড়ে ইয়াছমিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার দুই বোন রত্না (১৬) ও হাসি (১০) গুরুতর আহত হয়েছে।

নিহত ইয়াছমিন নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসিন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার মেয়ে।

ইয়াছিন মিয়া বলেন, সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে গল্প করছিলাম। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে বসতঘরের উঁচু দেয়াল ধসে পড়ে আমার তিন মেয়েই চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে ইয়াছমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপর দুই মেয়েকে চিকিৎসা দেয়া হয়।

অন্যদিকে কালবৈশাখী ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা, আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে রাস্তায় পড়েছে। শহরতলির বীরপুর,বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগামী নিউজ/ তামিম