রতনপুর-বিরলীর তরুণদের উদ্যোগে অসহায় ৪০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফেনী থেকে এপ্রিল ২, ২০২০, ০১:৫৬ পিএম

ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর-বিরলী এলাকার তরুণদের উদ্যোগে ৪০টি অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা ১১টায় আসহায়দের বাড়িতে গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তরুণ আয়োজকদের কাছ থেকে জানা যায়, নিজ উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, পেঁয়াজ এক কেজি, লবন এক প্যাকেট, তেল এক লিটার ও একটি সাবান।

এ নিয়ে তরুণ আয়োজকদের একজন ডা. হারুনুর রশিদ বলেন, বাইরে বের হতে না পেরে এলাকার খেটে খাওয়া মানুষের বাড়িতে খাবার নেই। বর্তমানে তারা অসহায় হয়ে পড়েছেন। এদের তালিকা প্রস্তুত করে ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘নোভেল করোনা হেল্প প্রোগ্রাম রতনপুর-বিরলী’ নামে একটি গ্রুপ খুলে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে জানান আয়োজক ডা. এনামুল হক।

আগামীনিউজ/আরিফ/মিজান