বরিশালে কোচিং চালু রাখায় কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি মার্চ ১৮, ২০২০, ০৯:৪২ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে কোচিং সেন্টার চালু রাখায় নগরের রাইটি একাডেমির ম্যানেজার সুমন রায়কে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নগরের বগুড়া রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর জানান, অভিযানকালে নগরের লস্কর লেনে রাইট একাডেমি নামে একটি কোচিং-এ ক্লাস কার্যক্রম চলমান পাওয়া যায়। কোচিংয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোচিং কর্তৃপক্ষ অভিভাবকদের বলেছে কোচিংয়ে শিক্ষার্থীদের পাঠাতে। তাই তারা কোচিংয়ে এসেছে।

এসময় কোচিংয়ের ম্যানেজার সুমনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করা ও করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের কোচিং এনে জমায়েত না করার জন্য পরামর্শ দেওয়া হয়। 

আগামীনিউজ/তামিম