অবশেষে পদ্মায় ভেসে উঠলো নববধূর মরদেহ

রাজশাহী প্রতিনিধি মার্চ ৯, ২০২০, ০৯:২৮ এএম

রাজশাহী : চারদিনের মাথায় নদীতে ভেসে উঠলো নববধূ সুইটি খাতুন পূর্ণিমার মরদেহ। এ নিয়ে রাজশাহীর শ্রীরামপুরে নৌকাডুবির ঘটনায় ৯ জনের মৃতদেহ উদ্ধার হলো।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহাপুর এলাকার পদ্মা নদী থেকে সুইটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার মরদেহ মহানগরীর শ্রীরামপুর ঘাট এলাকার দিকে নিয়ে আসা হচ্ছে। সুইটি পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহীন আলীর মেয়ে।

গত শুক্রবার সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রীরামপুর এলাকায় বরযাত্রীবাহী দুটি নৌকা ডুবে যায়। দুটি নৌকায় ৪১ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে বালুবাহী একটি নৌকায় সাঁতরে অন্তত ৩৩ জন উঠতে পারলেও ৮ জন নিখোঁজ হয়। সাঁতরে তীরে ওঠা ৩৩ জনের মধ্যে অসুস্থ অবস্থায় ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিখোঁজ ৮ জনের মধ্যে গত শনি ও রোববার ৭ জনের লাশ উদ্ধার করা হয়। শুধু নববধূ সুইটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে নৌকাডুবির ঘটনাস্থলের অন্তত ১০ কিলোমিটার দূরে শাহাপুর ঘাট এলাকায় পদ্মা নদীতে সুইটির মরদেহটি ভেসে উঠলে জেলেরা উদ্ধার করে।

উদ্ধার ও অনুসন্ধান দলের সমন্বয়কারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, সকালে সুইটির লাশটি উদ্ধার করেন জেলেরা। এর মধ্য দিয়ে নিখোঁজ সবার লাশই পাওয়া গেল। নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে।

নৌকাডুবিতে প্রাণ হারানো অপর ৮ জন হলেন- কনে সুইটির বড় বোন শাহীনুর বেগমের স্বামী রতন আলী (৩০), তাদের মেয়ে মরিয়ম খাতুন (৬), চাচা শামীম হোসেন (৩৫), চাচী শামীমের স্ত্রী মনি খাতুন (৩০), চাচাতো বোন মদিনা ওরফে রশ্মি (৮), খালাতো ভাই এখলাস আলী (২২), ফুপাতো বোন রুবাইয়া (১২) ও খালা আঁখি (২২)।

আগামীনিউজ/মিজান