রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২০, ১১:০৭ এএম

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় হামিম ভূঁইয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন সানি জানান, সকালে হামিম বাসা থেকে মোটরসাইকেল নিয়ে উত্তরায় কর্মস্থলে যাচ্ছিলেন। তখন যাত্রাবাড়ী মৃধাবাড়ি রাজমহল হোটেলের সামনে পৌঁছালে একটি  ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগামীনিউজ/কাজী/মিজান