জরিমানা আদায় টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে

চট্টগ্রাম প্রতিনিধি মার্চ ৩, ২০২০, ০৩:৪৪ পিএম

রেলওয়ের পূর্বাঞ্চলে কয়েকটি আপ এবং ডাউন ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে লাকসাম রেল স্টেশনে এ অভিযান চালানো হয়।

এসময় টিকিটবিহীন প্রায় ৯০ যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এতে নেতৃত্বে দেন আরএনবির কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন আন্তঃনগর ট্রেনে টিটিইদের চেকিং ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা দেয়া হয়েছে।

আগামীনিউজ/হাসি