ফরিদপুরে নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক

ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৩:১৬ পিএম

ফরিদপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘তথ্য আপা’ প্রকল্পের আয়োজনে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলা গ্রামে আশ্রয়ন প্রকল্প প্রঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বক্তব্য রাখেন, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, সদর উপজেলা তথ্য কর্মকর্তা লায়লা নুর হিরা প্রমুখ।

উঠান বৈঠকে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী নারী, শিশু ও স্থানীয় সুবিধা বঞ্চিত নারীরা অংশ গ্রহণ করেন।

পরে তাদের মাঝে শুষম খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার।

আগামীনিউজ/রুবেল/মাসুম