নাটোরে ট্রলিচাপায় কিশোরের মৃত্যু

নাটোর প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২০, ০৭:৫৫ পিএম

নাটোরের বড়াইগ্রামে ট্রলিচাপায় মোয়াজ্জেম হোসেন (১৬) নামে এক ওই ট্রলি চালকের সহকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এ দুঘর্টনা ঘটে। মোয়াজ্জেম ওই গ্রামের সবার হোসেনের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, মোয়াজ্জেম ট্রলি চালকের সহযোগী হিসেবে (হেলপার) কাজ করতো। দুপুরের দিকে তারা ওই এলাকা হতে ট্রলি ইটবোঝাই করে জোনাইল ইউনিয়নের দিকে আসছিল। পথে হঠাৎ ট্রলিতে ইটের ওপর বসে থাকা অবস্থা থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আগামী নিউজ/তামিম