বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত, লাশ হস্তান্তর

যশোর প্রতিনিধি জানুয়ারি ৩০, ২০২০, ০৫:২৩ পিএম

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক বাংলাদেশিকে বিএসএফ পিটিয়ে হত্যা করার ৮ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে লাশ হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার সময় লাশটি হস্তান্তর করা হয়।

নিহত খোকা শার্শা থানার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন জানান, খোকার লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গত ২২ জানুয়ারি ভারতের বন্যা বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা খোকাকে তাকে পিটিয়ে হত্যা করে।

আগামী নিউজ/গনি/এসএম