বাঙলা কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি মুরাদ, সম্পাদক রাফি

বাঙলা কলেজ প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৫:০৬ এএম
ফাইল ছবি

ঢাকাঃ আগামী এক বছরের জন্য লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমাদ উদ্দিন মুরাদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুর রহমান রাফি মোল্লা।

পরিষদের উপদেষ্টা এড: নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তাহসান আহমেদ রাসেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭২ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির নবনির্বাচিত সভাপতি ইমাদ উদ্দিন মুরাদ  বলেন, লক্ষ্মীপুর থেকে বাঙলা কলেজে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাফি বলেন, লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করবো। আমরা লক্ষ্মীপুর শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবো।


মুরাদ/এমআইসি