বেরোবিতে লোকপ্রশাসন স্টুডেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২১, ০৭:৪১ পিএম
ছবি: আগামী নিউজ

উৎসবমুখর পরিবেশে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট সোসাইটি(পাস) এর প্রথম নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । 

রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কেন্দ্র ঘুরে প্রার্থী ও ভোটারদের ব্যাপক আনাগোনা দেখা যায়।  নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৩২৫ জন ভোটারের মধ্যে ২৮৯ জন ভোটার ভোট প্রদান করেন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রধান নির্বাচন কমিশনার ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী ফলাফল প্রকাশ করেন।

কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে দীপ্ত সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক  তরুণ রায়, সাংগঠনিক সম্পাদক সাগর শেখ, ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী, সাংস্কৃতিক সম্পাদক আশামনি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওয়ালিউর রহমান, কর্ম ও ব্যবস্থাপনা সম্পাদক শাহনেওয়াজ শান, কার্যকরী সদস্য নেছার উদ্দিন, লিমন, শাহীন, তৌকিব হাসান, সুহা নুমান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলাম বলেন, খুব উৎসবমুখর পরিবেশে পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতি অনেক আশানুরূপ ছিল। শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয় দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলো চাইলে শিক্ষার্থীদের এমনভাবে গণতন্ত্র চর্চার সুযোগ দিতে পারে।

লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান মন্ডল বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর এমনভাবে নির্বাচন চলমান থাকবে। নতুন কমিটির সকলের মাধ্যমে নতুন ভাবে লোকপ্রশাসন বিভাগ এগিয়ে যাবে।

আগামীনিউজ/ হাসান