1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কম দামের ফোন বিক্রি বন্ধ করছে স্যামসাং

নিউজ ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২২, ১০:৫০ পিএম কম দামের ফোন বিক্রি বন্ধ করছে স্যামসাং

ঢাকাঃ স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ফোন বিক্রির নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে। সম্প্রতি তারা কম দামের ফোন তৈরি ও বিক্রি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ভারতীয় বাজারে বিক্রি বন্ধ করছে।

মূলত স্যামসাংব্র্যান্ডের হয়ে স্মার্টফোন তৈরি করে ডিক্সন নামের একটি সংস্থা। বিশেষ করে সামস্যাংয়ের যত কম বাজেটের ফোন রয়েছে, সবগুলোই এই সংস্থা তৈরি করে।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে সর্বশেষ ব্যাচের বাজেট ফোন তৈরি করবে ডিক্সন। তারপর আর কোনো ফোন তৈরি করা হবে না।

স্যামসাং এর এখন মূল লক্ষ্য দামি ফোন প্রস্তুত করা। আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, প্রতিষ্ঠানটি এখন থেকে ১৫ হাজার টাকার বেশি দামের ফোন তৈরি করবে। সবগুলো ফোনই হবে ৫জি সুবিধা যুক্ত হ্যান্ড সেট।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ১০-২০ হাজার টাকার স্মার্টফোনের চাহিদা বাড়ায় কোরিয়ান প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটি এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner