1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ডার্লিংটনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রিমনকে রাজবাড়ীতে নাগরিক সংবর্ধনা

ডার্লিংটনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রিমনকে রাজবাড়ীতে নাগরিক সংবর্ধনা

আগামী নিউজ, রাজবাড়ী : প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৬:৪৮ পিএম ডার্লিংটনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রিমনকে রাজবাড়ীতে নাগরিক সংবর্ধনা

ডার্লিংটনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রিমনকে রাজবাড়ীতে নাগরিক সংবর্ধনা


আগামী নিউজ, রাজবাড়ী :
যুক্তরাজ্যের ইংল্যান্ডের ডার্লিংটনের স্টিফেনসন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাজবাড়ীর কৃতি সন্তান মোহাম্মদ রোমালাস মাহমুদ রিমনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত ১৪ আগস্ট সন্ধ্যায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আমরা রাজবাড়ীবাসী’-এর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শংকর চন্দ্র সিনহা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইমাম উল করিম, প্রাক্তন প্রধান শিক্ষক শাহিনুর বেগম পপি এবং সংবর্ধিত রিমন নিজেও।

আয়োজনের শুরুতে রিমনের জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “রিমন বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশের গৌরব বাড়িয়েছে। ভবিষ্যতে এমপি নির্বাচনে অংশ নিলে আমরা গর্বিত হব।”

রাজবাড়ী কলেজ পাড়ার বাসিন্দা রিমন বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী ও সফল আইটি উদ্যোক্তা। তিনি ২০২৩ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন।

রিমন ডার্লিংটনের ইতিহাসে প্রথম বাংলাদেশি, মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত পুরুষ কাউন্সিলর। তিনি একাধিক সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner