
ধর্মীয় লেবাসে ডিজিটাল প্রতারণা!
ড. নিম হাকিম ঃ
ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাজারো রকমের পণ্য সামগ্রীর লোভনীয় বিজ্ঞাপন দেখা যাচ্ছে।এসব বিজ্ঞাপনে পণ্য বিক্রেতা আর পণ্য সম্পর্কে প্রসংশাকারি উভয়েরই দেখা যাচ্ছে সুন্নতি লেবাস- দাড়ি টুপি।অনেক বিজ্ঞাপনে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করে পবিত্রকুরআন ও হাদিসের অপব্যাখাও হাজির করা হচ্ছে। মানুষ কোন কথায় সহজেই পণ্য সম্পর্কে আগ্রহী হবে সে সব ফন্দি ফিকিরও লক্ষ্য করা যাচ্ছে যেমন বলা হচ্ছে- হালাল, অর্গানিক ইত্যাদি ইত্যাদি।
এসব বিজ্ঞাপন দাতা পণ্য বিক্রেতাদের অফিসের কোন ঠিকানা পাওয়া যাচ্ছেনা।এমনকি ব্যবসায়িক কোন ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট কোন কিছুই নাই, বাধ্যতামূলক ক্ষেত্রে বিএসটিআইয়ের কোন লাইসেন্স ও নাই। আরও ভয়াবহ হলো এসব ধর্মীয় লেবাসে বিক্রি করা পণ্য সামগ্রীর অধিকাংশই খাদ্য পণ্য যা তৈরী করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।
ফেসবুকে একটা পেজ খুলে কিছু ডলার খরচ করে দাড়ি টুপি আর হিজাব পড়ে করছে এই ভয়াবহ প্রতারণা। এদের এসব প্রতারণা রুখতে কোন সরকারি এজেন্সির নিয়ন্ত্রণ না থাকায় অবাধে চালিয়ে যাচ্ছে এসব অনৈতিক অপব্যবসায়িক কার্যক্রম।এই প্রতারণামূলক ব্যবদায় একদিকে ফেসবুক আর ইউটিউবে বিজ্ঞাপন দেওয়ায় দেশের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বিদেশে,মানুষ হচ্ছে প্রতারিত আর ধর্মের প্রতি মানুষের আস্থা হচ্ছে নষ্ট।
আশকরি সরকারের সংশ্লিষ্ট দফতর বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।