1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০১:৩৯ পিএম সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জঃ জেলার দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে নদী থেকে পাথর উত্তোলনের সময় আরও দুই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার ছায়ার হাওড়ে ও ডলুরা বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। বাকি দুজন হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জয়পুর গ্রামের পাশে রাতে হাওরে মাছ শিকার করতে (উজাই মারা) যান আব্দুল মালেক (৬০) সহ আরও কয়েকজন। শনিবার ভোরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় তিনি বজ্রপাতে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে ভোরে এক অটোচালক মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা গেছেন।

অন্যদিকে, শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান এলাকায় বারকি নৌকায় বালু শ্রমিকরা কর্মরত ছিলেন। নদীর মাঝ পর্যন্ত গেলে প্রচণ্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। ভাদেরটেক গ্রামের জয়নাল ও সেলিম নিরাপদ জায়গায় যাওয়ার আগেই বজ্রপাতের আঘাত প্রাপ্ত হয়ে মারা যান। পরে অপর শ্রমিকরা দেখতে পেয়ে তাদের মরদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন।

সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, আমার ইউপিতে দু’জন মারা গেছে, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

জয়নাল ও সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল আলম।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner