
থানা পুলিশের সাথে সব সময় টাউট বাটপাররা সখ্যতা রাখে কারণ অপরাধীরা টাউট বাটপারদের সহায়তায় অপরাধ করে পার পেয়ে যায়। টাউট বাটপারদের কারনে পুলিশ সমাজের আসল অপরাধীদের সঠিক চিত্র বা তথ্য পায় না।
সমাজের ভাল মানুষগুলো নানা কারনে বা এসব টাউট বাটপারদের কারনে পুলিশের কাছে যায়না। পুলিশ যদি টাউট বাটপার বাদ দিয়ে সমাজের ভাল মানুষের সাথে সম্পর্ক রাখে তাইলে টাউট বাটপার আর অপরাধীদের সংখ্যা অনেক কমে যাবে বলে অনেকেই বিশ্বাস করে।