
ঢাকাঃ রাজধানীতে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার খিলগাঁও থানায় একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলায় কালন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব কর্মকর্তা জানান, রাজধানীর খিলগাঁও এলাকায় একটি ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি কালন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
আরিফ মহিউদ্দিন জানান, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এসএস