1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টিকা নেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৯:২৯ এএম টিকা নেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ঢাকাঃ করোনাভাইরাসের টিকা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির জোভেম প্যান রেডিওর সঙ্গে এক আলাপচারিতায় এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর আগে বলসোনারো একবার করোনায় আক্রান্ত হয়েছেন। এটিকে তিনি ঠান্ডা- কাশি বলে উড়িয়ে দেন। প্রথম দিকে করোনা মহামারিকে তেমন গুরুত্ব দেননি ডানপন্থী এ নেতা। এতে করে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

জোভেম প্যান রেডিওকে বলসোনারো বলেন, আমি টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নতুন গবেষণাগুলোর দিকে নজর রাখছি। এর মধ্যেই আমার শরীরে সর্বোচ্চ রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাহলে কেন আমি টিকা নেব? আমার কাছে, স্বাধীনতা সবকিছুর আগে। কোনো নাগরিক যদি টিকা না নিতে চান, এটা তাঁর অধিকার এবং এখানেই বিষয়টি শেষ করা উচিত।

এদিকে করোনা শনাক্তের পর থেকে দেশটিতে ভাইরাসটির সংক্রমণে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর দিক দিয়ে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। সবকিছুর মধ্যে ব্রাজিলের ২১ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় ১০ কোটি মানুষ টিকার পূর্ণ ডোজ পেয়েছেন। আর কমপক্ষে একটি ডোজ পেয়েছেন ৫ কোটি মানুষ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner