1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক অ্যালান পার্কারের মৃত্যু

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০২০, ০৪:০৭ পিএম ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক অ্যালান পার্কারের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঢাকা : ব্রিটিশ চলচ্চিত্রের নির্মাতা অ্যালান পার্কার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফেইম, এভিটা ও বাগজি মেলোনোর মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন ৭৬ বছর বয়সী অ্যালান ।

শুক্রবার ব্রিটিশ এ পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গ্রেট ব্রিটেনের ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্য অ্যালেন যুক্তরাজ্য ফিল্ম কাউন্সিলের প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯৫ সালে সিবিই (কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) এবং ২০০২ সালে নাইটহুড খেতাবেও ভূষিত হয়েছিলেন।

প্রতিভাধর এ নির্মাতা মিডনাইট এক্সপ্রেস, মিসিসিপি বার্নিং, দ্য কমিটমেন্টস, এঞ্জেলাস অ্যাশেস ও বার্ডির মতো চলচ্চিত্রেরও পরিচালক ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন এভিটা চলচ্চিত্রের সুরকার অ্যান্ড্রু লয়েড, চলচ্চিত্র প্রযোজক ডেভিড পুটনাম।  শোক জানিয়েছে বাফটা, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সও। 

১৯৯৪ সালে মুক্তি পাওয়া রোড টু ওয়েলভিলে কাজ করা অভিনেতা জন কুসাক অ্যালানকে ‘অসাধারণ চলচ্চিত্র নির্মাতা’ অ্যাখ্যা দিয়েছেন।

“স্যার অ্যালানের মৃত্যুর সংবাদে খুবই ব্যথিত, তার চলচ্চিত্র আমাদের আনন্দ দিয়েছে,” বলেছে বাফটা।

অ্যালানকে ‘বহুমুখী প্রতিভাধর’ অ্যাখ্যা দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স।

পরিচালনার জন্য কখনো অস্কার না জিতলেও অ্যালানের চলচ্চিত্রগুলো ১০টি অ্যাকাডেমি ও ১০টি গোল্ডেন গ্লোবাল পুরস্কার জিতেছেন তিনি।

১৯৪৪ সালে লন্ডনে জন্ম নেয়া অ্যালানের ক্যারিয়ার শুরু হয়েছিল কপিরাইটার হিসেবে, পরে তিনি পরিচালনার দিকে মনোযোগী হন। 

১৯৭৪ সালে তিনি বিবিসির চলচ্চিত্র ইভাক্যুস পরিচালনা করেন, চলচ্চিত্রটি সেরা একক অভিনয়ের জন্য বাফটা পুরস্কার জিতেছিল।

চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাফটা ১৯৮৪ সালে তাকে মাইকেল ব্যালকন পুরস্কারে ভূষিত করে। ২০১৩ সালে অ্যালান মর্যাদাপূর্ণ বাফটা ফেলোশিপ পান।

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner