1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি-শরিফুল রাজ

বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৮:৩১ পিএম সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি-শরিফুল রাজ
ছবি: সংগৃহীত

ঢাকাঃ  ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি মা হচ্ছেন। সোমবার গণমাধ্যমে তিনি নিজেই খবরটি জানান।

তার সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা।

এ বিষয়ে পরীমনি বলেন,  আগে থেকে ওইভাবে আমাদের পরিচয় ছিল না। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে আমার নায়ক ছিল রাজ। শুটিংয়েই পরিচয়। শুটিংয়ে আমরা দুজন খুব মজা করতাম। মজা করতে করতেই প্রেম। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে করেছি।

এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রাজ-পরীমনি দম্পতি। পরীমনি জানিয়েছেন, মেয়ে সন্তান হলে তার নাম রাখবেন রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য।

অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি যখন চিকিৎসক নিশ্চিত করেন, তখন থেকেই আনন্দের জোয়ারে ভাসছেন পরীমনি। তিনি বলেন, খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner