
ঢাকাঃ জনপ্রিয় নাট্য অভিনেতা আব্দুন নূর সজল। বয়স ৩৬। বিয়ে করার আদর্শ সময়। নাটকে বহুবার তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন। কিন্তু বাস্তবে এখনো কারো গলায় মালা পরাননি। বাড়াচ্ছেন অপেক্ষা। তবে খুব শিগগিরই শেষ হতে চলেছে সেই অপেক্ষার পালা। সজল জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি বিয়ে করবেন।
গত বছরই পাকা কথা হয়ে গিয়েছিল। ২০২০ সালেই হয়ে যেত সজলের বিয়ে। কিন্তু মহামারি করোনা এসে ভেস্তে দেয় সব আয়োজন। নতুন বছরের প্রথম মাসেই যেহেতু দেশে করোনার ভ্যাকসিন আসা শুরু হয়েছে, তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই জীবনের নতুন অধ্যায়ের দিকে হাটবেন অভিনেতা।
সজল বলেন, ‘বিয়ে একটি আনুষ্ঠানিকতার বিষয়। অনেক মানুষের জড়ো হওয়ার বিষয়। ভ্যাকসিন যেহেতু আসতে শুরু করেছে, করোনার ঝুঁকি থেকে আমরা মুক্ত হলেই বিয়ের ঘোষণা দেব। সেটা যেকোনো সময় হতে পারে।’
কিন্তু কাকে বিয়ে করবেন এই টিভি তারকা? এই নামটি অবশ্য প্রকাশ করতে নারাজ সজল। তার মতে, ‘কিছু জিনিস ব্যক্তিগত থাকা ভালো। আমি মিডিয়ায় কাজ করি। যাকে বিয়ে করব, সে এই জগতের নাও হতে পারে। তাকে তার মতোই থাকতে দেয়া উচিত। তাই এখন কিছুই বলব না। সময় হলে সবই প্রকাশ করব।’
আগামীনিউজ/এএস