
ঢাকা: চিত্রনায়িকা পূর্ণিমা বলেছেন, করোনা এটি এমন একটি ভাইরাস যার কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এখন আমাদের ঘরে থাকার ও সচেতন থাকার কোনও বিকল্প নেই। আশা করি এই রোজাতেই মহান আল্লাহ করোনাভাইরাসের মতো এই মহামারি থেকে সবাইকে মুক্তি দেবেন।
আর সবার মতো গেল ১ মাস ধরে ঘরবন্দি সময় কাটছে চিত্রনায়িকা পূর্ণিমার। করোনা সচেতনতায়ও ভূমিকা রাখছেন নিজের মতো করে। তিনি বলেন, আর আমি বাসায় পরিবারের সাথে সময় কাটাচ্ছি এখন৷ আড্ডা দিচ্ছি সবাই মিলে। বিভিন্ন রেসিপি তৈরির চেষ্টা করছি। তাছাড়া সিনেমা দেখা হচ্ছে। বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই বাসাতেই যেন সুন্দরভাবে সময় কাটে সেই চেষ্টা করছি।
সম্প্রতি ‘জ্যাম’ এবং ‘গাঙচিল’ নামে দুটি ছবিতে কাজ করেছেন পূর্ণিমা। ছবি দুটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। জ্যাম-এ পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। আর গাঙচিল-এ পূর্ণিমার সঙ্গে দেখা যাবে ফেরদৌসকে।
আগামী নিউজ/বাবুল