
রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকার একটি বাসা থেকে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কলেজ শিক্ষার্থীর নাম রাবেয়া আক্তার মৌসুমী (২১) । তিনি পরিবারের সঙ্গে কদমতলা পূর্ব বাসাবো ৬৫/৫/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন। রাবেয়া ঢাকা মহানগর মহিলা কলেজের অনার্স তৃতীয়বর্ষের ছাত্রী ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে মৌসুমী তার পরিবারের সঙ্গে বুধবার (৪ মার্চ) রাতে ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে মৌসুমীর মা হালিমা বেগম তাকে বকাঝকা করে।
পরে রাত ১১টার দিকে মৌসুমী পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, বিষয়টি সবুজবাগ থানা পুলিশ তদন্ত করছে।
আগামীনিউজ/নুসরাত