1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চুয়াডাঙ্গায় টানা ১২ দিন  সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৪:০১ পিএম চুয়াডাঙ্গায় টানা ১২ দিন  সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গাঃ টানা দুইদিন তীব্র তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গাবাসী। একই সাথে টানা ১২ দিন সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শুক্রবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সন্ধ্যা ৬টায় যা ছিলো ৪১ ডিগ্রি সেলসিয়াস। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। তীব্র গরমের কারণে জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যেতে চাচ্ছেন না।

দামুড়হুদার ইব্রাহিমপুর গ্রামের কৃষক মান্নান মন্ডল বলেন, সকাল থেকেই রোদের যে তাপ তাতে মাঠে-ঘাটে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে।  বেশি সময় রোদে থাকলে মাথার মধ্যে ঝিমঝিম করছে।

দিনমজুর হাসেম আলী বলেন, সামনে ঈদ হলেও গরমের কারণে কাজে যাওয়া যাচ্ছে না। এতে দুশ্চিন্তায় আছেন তিনি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গা জেলায় একটানা এতোদিন তাপপ্রবাহ এর আগে হয়নি। 

তিনি বলেন, ভৌগলিক কারণে এমনটি হচ্ছে। আগামী আরো কয়েকদিন এরকম আবহাওয়া থাকতে পারে।

জামান আখতার/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner