1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পঞ্চগড়ে মাদকসেবীর ১ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পঞ্চগড় প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৯:০৯ পিএম পঞ্চগড়ে মাদকসেবীর ১ বছর কারাদণ্ড

পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজাদ হোসেন (৩৪) নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের পুরাতন বাজার ও জিয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করে তার নিজ বাড়িতে তাকে আটক করা হয়।

এসময় জিজ্ঞাসাবাদে মাদক সেবনের বিষয়টি  স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

দণ্ডপ্রাপ্ত আজাদ তেঁতুলিয়া ইউনিয়নের জিয়ানগর গ্রামের আ. রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আজাদকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে মাদক সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করে সে। তাৎক্ষণিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ ধারার ১(খ) উপধারা লঙ্ঘনের দায়ে একই আইনে ৩৬ ধারার ১নং উপধারায় বর্ণিত সারণির ৩৩নং ক্রমিকের ৩নং কলামের (ক) দফা অনুযায়ী তাকে ১ বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড ও অর্থ অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড প্রদান করে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner