
সড়ক দুর্ঘটনায় মা নিহত হলেও তার এক দিনের কন্যাসন্তান অলৌকিকভাবে বেঁচে গেছে। বুধবার (১৫ জানুয়ারি) রংপুরের তারাগঞ্জে বাসুর বানদায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের সাজু মিয়ার (৩০) স্ত্রী সাথী আক্তার (২৫) মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পরই শিশুটি ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে। পরে বুধবার সকালে শিশুকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেয় ওই দম্পতি।
সকাল পৌনে ৮টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বাছুরবান্দা এলাকায় ঢাকা থেকে আসা ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অ্যাম্বুলেন্সের।
এতে ঘটনাস্থলেই মারা যান সাথী আক্তার ও তার মামাতো ভাই রব্বানী রহমান। গুরুতর অবস্থায় মা ও স্বামী সাজুসহ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের পরিবার জানায়, মা মারা গেলেও তার এক দিনের বাচ্চাটি অলৌকিভাবে বেঁচে গেছে। শিশুকে তারা কীভাবে লালন-পালন করবে এখন সেই চিন্তা।
তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অ্যাম্বুলেন্সচালক রুবেল মিয়া।
আগামী নিহত/এসএম/এনএনআর