
হবিগঞ্জঃ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামে গায়েবী গজার মাছের পুকুর থেকে দেহবিহীন মানুষের মাথা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে মাথাটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মাথার পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার দাউদনগর গ্রামে মাছের ঘাট খ্যাত পুকুর থেকে মাথা উদ্ধার করা হয়েছে।
এদিকে শনিবার (২ জুলাই) সকালে হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর পাড় থেকে কদর আলী (৪৫) নামে ট্রাক্টর শ্রমিকের মাথা বিহীন দেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে উদ্ধারকৃত দেহ ও মাথা একই ব্যক্তি কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মোহাম্মদ শাহ আলম/এমবুইউ