1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জমিজমার বিরোধের জেরে সাবেক সেনা সদস্যকে হত্যা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৫:০৯ পিএম জমিজমার বিরোধের জেরে সাবেক সেনা সদস্যকে হত্যা
ছবিঃ আগামী নিউজ

ভোলাঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখানে আবদুল খালেক পাটোয়ারী (৬১) নামে অবসারপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৪ টায় চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে মামলার প্রধান আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়। এর আগে বৃস্পতিবার সকালে ঘটনার পরপরই একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের মৃত হজু পাটোয়ারীর ছেলে মোফাজ্জল পাটোয়ারী, বাগন আলীর ছেলে ইকবাল হোসেন ও পৌরসভা ৭ নং ওয়ার্ডের নসু ব্যাপারীর ছেলে রফিকুল ব্যাপারী। শুক্রবার দুপুর ১২ টায় দৌলতখান থানায় এক  ফ্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ফরহাদ সরদার সাংবাদিকদের এ তথ্য জানান। 

প্রেস বিফ্রিংয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মোফাজ্জল পাটোয়ারী গং একই বাড়ির সাবেক সেনা সদস্য আবদুল খালেক পাটোয়ারীর কাছে জমি পাওয়ার দাবি করে আসছিলেন। জমিজমার বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ৯ টায় আবদুল খালেক ঢাকার উদ্দেশে যাত্রাপথে পৌর শহরের দক্ষিণ মাথার কাশেম ফরাজির হোটেলের সামনে আসামীদের হামলায় নিহত হন। গ্রেফতার আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের সম্পর্কে চা ল্যকর তথ্য দিয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) উপ পরিদর্শক মো: ইসমাইল হোসেন জানান, নিহতের স্ত্রী নাসরিন বেগমের দায়ের করা মামলার এজাহারনামীয় আট আসামী ও অজ্ঞাত ৫-৬ জনের মধ্যে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।

আগামীনিউজ/এসএস 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner