1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গাজীপুরে একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও নারী স্বাস্থ্য কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ১০:০০ পিএম গাজীপুরে একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও নারী স্বাস্থ্য কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও নারী স্বাস্থ্য কর্মীর ঝুলন্ত লাশ। ছবিঃ আগামীনিউজ

গাজীপুরঃ জেলায় একই সঙ্গে ঝুলন্ত এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও এক নারী স্বাস্থ্য কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জানুয়ারী) রাতে মহানগরীর গাছা থানার জাঝর এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানার উপ-পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন সিলেট সদর থানার বোরাইয়া গ্রামের রঞ্জিত চৌধুরীর ছেলে রজত কান্তি চৌধুরী (৩৭) এবং গাজীপুরের কালীগঞ্জ থানার বেতুয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে লিমা রহমান (২৫)। এদের মধ্যে রজত কান্তি গাজীপুর শহরের সিগমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক। ওই ডায়াগনস্টিক সেন্টারের সাবেক স্বাস্থ্যকর্মী লিমা গাছা থানার জাঝর এলাকার মোটেক্স সোয়েটার কারখানায় মেডিকেল এসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। 

এসআই মনিরুজ্জামান জানান, গাজীপুর মহানগরের গাছা থানার জাঝর উত্তরপাড়া এলাকায় শাহীন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন লিমা। বৃহষ্পতিবার বিকেলে ডিউটি শেষে কারখানা থেকে বাসায় ফিরেন লিমা। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে কারখানা বন্ধ ছিল। শনিবার লিমা কারখানায় যান নি। দুপুরে খাবারের বিরতির সময় তার সহপাঠিরা কারখানা থেকে তার খোঁজে বাসায় এসে দরজা বন্ধ দেখতে পায়। এসময় ডাকাডাকি করেও লিমার কোন সাড়াশব্দ পান নি তারা। তারা ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে একটি সিলিং ফ্যানের হুকের সঙ্গে দু’টি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় একই সঙ্গে লিমা ও রজত কান্তি চৌধুরীর লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। নিহত রজত বিবাহিত। তিনি স্বপরিবারে জয়দেবপুর শহর এলাকায় ভাড়া থাকতেন। 

তিনি আরো জানান, নিহতদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

আগামীনিউজ/নাসির

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner