1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ইউপি নির্বাচন

ধামইরহাটে ৪টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র-বিদ্রোহী বিজয়ী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৪:৩২ পিএম ধামইরহাটে ৪টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র-বিদ্রোহী বিজয়ী
ছবি: আগামী নিউজ

নওগাঁ: জেলার ধামইরহাটে ইউনিয়ন পরিষদে উৎসব মূখর পরিবেশে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদে ৪ জন, বিদ্রোহী ২ জন ও (বিএনপি) স্বতন্ত্র  হিসেবে ২ জন প্রার্থী বিজয়ের মালা পড়েছেন। 

রবিবার ২৬ ডিসেম্বর সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয় চলে বিকেল ৪টা পর্যন্ত। 

উপজেলার ৮ টি ইউনিয়নের ৭৪ টি কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা আনন্দ ঘন পরিবেশে তাদের ভোট প্রয়োগ করেছেন। কোথাও কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। ২৬ ডিসেম্বর রাতেই আনুষ্ঠানিক ভাবে নব নির্বাচিত চেয়ারম্যান গণের নামের তালিকা  ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মো.সাজ্জাদ হোসেন। 

নব নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন- ১নং ধামইরহাট ইউপিতে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী এটিএম বদিউল আলম তাঁর প্রতিক ছিল(ঘোড়া), ২নং আগ্রাদ্বিগুন ইউপিতে স্বতন্ত্র(বিএনপি)প্রার্থী ইসমাইল হোসেন (মোস্তাক) তাঁর প্রতিক ছিল (মোটরসাইকেল), ৩নং আলমপুর ইউপিতে আওয়ামীলীগ মনোনীত ওসমান গণী তাঁর প্রতিক ছিল (নৌকা), ৪নং উমার ইউপিতে আওয়ামীলীগ মনোনীত ওবায়দুল হক সরকার তাঁর প্রতিক ছিল (নৌকা), ৫নং আড়ানগর ইউপিতে আওয়ামীলীগ বিদ্রোহী মোসাদ্দেকুর রহমান তাঁর প্রতিক ছিল (ঘোড়া), ৬নং জাহানপুর ইউপিতে আওয়ামীলীগ মনোনীত গোলাম কিবরীয়া তাঁর প্রতিক ছিল (নৌকা), ৭নং ইসবপুর ইউপিতে আওয়ামীলীগ মনোনীত মাহফুজুল আলম (লাকি) তাঁর প্রতিক ছিল (নৌকা), এবং ৮নং  খেলনা ইউপিতে (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী আলহিল মাহমুদ চৌধুরী সাবেক চেয়ারম্যান তাঁর প্রতিক ছিল (আনারস)। 

উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৮হাজান ৪শত ১৮জন। মোট ৭৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। 

এর মধ্যে ধামইরহাট ইউপি ও উমার ইউপি এ ২টিতে (ইভিএম) মেশিনে মোট ১৮টি কেন্দ্রে ৩০ হাজার ১শত ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner