1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কসাইকে কোপালেন শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৯:৩৮ এএম কসাইকে কোপালেন শিক্ষক!
ছবি: সংগৃহীত

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় মাংসে চর্বি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কসাইকে মাংস কাটার দা দিয়ে কুপিয়ে আহত করেছে মো. হয়রত আলী (৪৪) নামে এক কলেজশিক্ষক। গুরুতর আহত অবস্থায় কসাই শহীদুল ইসলামকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়। 

শিক্ষকের এমন আচরণে হতবাক ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাপ্টীবাড়ি বাজারে এই ঘটনা ঘটেছে। 

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই দোকানে গরুর মাংস কিনতে যান সাপ্টিবাড়ি কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক মো. হযরত আলী। এ সময় কসাই শহীদুল ইসলাম (৩৩) মাংসে এক টুকরো চর্বি দিয়ে দেন। এটা দেখে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই কলেজ শিক্ষক ক্ষিপ্ত হয়ে কসাইয়ের ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আহত কসাইকে বাজারের লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আহত কসাইয়ের বড়ভাই সিরাজুল ইসলাম জানান, আমার ভাইয়ের অবস্থা আশস্কাজনক। আদিতমারী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে প্রভাষক হযরত আলী বলেন, চর্বি বেশি দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র। তবে তাকে দা দিয়ে কোপানোর বিষয়টি মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য নিজেই নিজেকে আহত করে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমার ভাইয়ের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, আহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner