
জামালপুর: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা মুরাদ হাসানের জন্য অঝোরে কেঁদেছেন এমডি রানা সরকার নামে জামালপুরের এক যুবলীগ নেতা। ফেসবুক লাইভে তার কান্নার ১৫ মিনিটের ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
মঙ্গলবার রাত ৯টার দিকে মাত্র ২২ ঘন্টার ব্যবধানে ওই ভিডিওটি দেখেছেন প্রায় পৌনে দুই লাখ মানুষ, লাইক পড়েছে ১৫ হাজার, কমেন্ট পড়েছে ৬ হাজার ৪০০ ও শেয়ার করেছেন ৭৪১ জন ।
রানা জামালপুরের সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সদস্য। তিনি নিজেকে মুরাদ হাসানের সক্রিয় কর্মী হিসেবেই পরিচয় তুলে ধরেছেন।
ওই ভিডিওটিতে তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী হওয়ার পর প্রতিমন্ত্রীর আশীর্বাদপুষ্ট হয়েছে আওয়ামী লীগের বহু নেতাকর্মী। দুঃসময়ের নেতাকর্মীরা মুরাদের কাছ থেকে কোনো সুবিধা নিতে না পারলেও অসংখ্য নতুন কর্মী বাগিয়ে নিয়েছেন বহু সুযোগ সুবিধা।‘
তিনি আরও বলেন, ‘তিনি বিভিন্ন সময় ভুল বক্তব্য দিতেন। পাশে থাকা সুবিধাভোগী তৈলবাজ নেতা-কর্মীরা ভুল ধরিয়ে দেয়ার পরিবর্তে আরও উৎসাহ দিয়েছে। ফলে ভুলভাল মন্তব্যে বার বার সমালোচিত হয়েছেন প্রতিমন্ত্রী (এখন আর পদে নেই)।’
যুবলীগের এই নেতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার নেতা এখন সবই হারিয়েছে। তার এমন দুঃসময়ে বর্তমানে কোনো নেতাকর্মী তার পাশে নেই৷’
নেতার জন্য দোয়া চেয়ে আবারও কান্নায় ভেঙে পড়েন রানা সরকার।
যুবলীগ নেতার আবেঘজড়ানো এই ভিডিও দেখে তাকে তোষামোদকারী উল্লেখ করে হাসি-তামাশায় মেতেছেন ফেসবুকাররা।
আগামীনিউজ/ হাসান