1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাপ নিয়ে ওঝাদের ঝাপান প্রতিযোগিতা

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৪:১৯ পিএম সাপ নিয়ে ওঝাদের ঝাপান প্রতিযোগিতা
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে সাপ খেলা প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। বুধবার জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাইগাছি বাজারে বেলা ১ টা থেকে বিকেল পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট ১১ টি দল অংশ গ্রহণ করেন।

চাঁপাইগাছি বাউল ক্লাবের আয়োজনে মো. লিটন প্রামানিকের সভাপতিত্বে ঐতিহ্যেবাহী সাপখেলা প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল বাঁকী বাদশা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুখ আজম হান্নান। ঐতিহ্যবাহী সাপ খেলা প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় স্থান অধিকারী দলকে মোবাইল এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকে সান্তনা পুরস্কার হিসাবে নগদ অর্থ দেয়া হয়।

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী কুমারখালীর শ্যামগঞ্জের সাপুড়িয়া গফুর জানান, পাংশা ও ঝিনাইদহ ছাড়া অন্যান্যদের মধ্যে কুমারখালীর সাপুড়িয়া দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় শুধু গোখরো সাপের মাধ্যমে খেলা দেখানো হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ১০ মিনিটের খেলায় যে সাপুড়িয়ার সাপ  উপরের দিকে বেশি উঁচু হতে পারবে তিনি বিজয়ী হবেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner