
নওগাঁরঃ জেলার ধামইরহাটে ফেন্সিডিলসহ গোল্ডেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ। এ সময় তার নিকট হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন।
এরআগে, শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার উমার ইউনিয়নের কাদিপুর গ্রামে মুরগির ফার্ম থেকে তাকে আটক করা হয়।
আটক গোল্ডেন (৩৭) উপজেলার কাদিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাদিপুর গ্রামে একটি মুরগির ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ধৃত গোল্ডেনকে ধামইরহাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এ ঘটনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নওগাঁ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।