1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দাফনের পাঁচ মাস পরেও অক্ষত নারীর লাশ

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০২:৩০ পিএম দাফনের পাঁচ মাস পরেও অক্ষত নারীর লাশ
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামঃ দাফনের পাঁচ মাস পর কবর থেকে অক্ষত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর লাশের গায়ে কোনো রকম দুর্গন্ধ নেই। এছাড়া কাফনের কাপড়েও কোনো পরিবর্তনও হয়নি। সম্পূর্ণ অক্ষত থাকায় ওই কাপড়েই তাকে দাফন করা হয়। তিনি মারা যাওয়ার পাঁচ মাস পরেও অক্ষত লাশ দেখে অবাক স্থানীয়রা।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলার কালজানি নদীর তীব্র ভাঙনে কবরের এক পাশ ভেঙে গিয়ে লাশের পিছনের পায়ের দিকে বেড়িয়ে গেলে স্থানীয়রা ওই নারীর অক্ষত অবস্থায় লাশটি দেখতে পান। এরপর পরই স্থানীয়রাসহ উৎসুক জনতার মাঝে লাশ দেখতে ভিড় জমে যায়। 

ঘটনাটি বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ওই উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামে ঘটেছে। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আমবাজ আলীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ৫ মাস আগে ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমবাজ আলীর স্ত্রী মারা যান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু সম্প্রতি কালজানি নদীর তীব্র নদী ভাঙনে ওই কবরের একপাশ ভেঙে লাশের একাংশ বেরিয়ে আসে। এলাকার মানুষ অক্ষত অবস্থায় লাশটি দেখতে পান। এলাকাবাসীরা নদী ভাঙনের কবল থেকে ওই অক্ষত লাশটি স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, এ রকম অলৌকিক ঘটনার কথা লোকমুখে শুনেছি। এবার নিজের চোখে বিষয়টি দেখার সুযোগ হল। তবে শুনেছি ওই নারী অত্যন্ত দানশীল মহিলা ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তিনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner